সেপ্টেম্বর ২৭, ২০১৮
প্রশিক্ষণকালে দুর্ঘটনায় নৌবাহিনীর দুই সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। টেস্ট ফায়ারিংয়ে কার্তুজ বিস্ফোরণে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গভীর সাগরে বঙ্গোপসাগরে মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন জুনিয়র কমিশনড অফিসার বলে জানায় আইএসপিআর।
চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম বিডি২৪লাইভকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পতেঙ্গা নৌঘাঁটি থেকে এমনই খবর পেয়েছি। নৌবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে নৌবাহিনীর ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো পাঁচ জনের মতো গুরুতর আহত হয়েছেন। বিস্তারিত জানতে আরো সময় লাগবে বলে তিনি জানান।
-বিডি২৪লাইভ